জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় গতরাতে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ নারী নিহত : আহত ১০
মৃতরা হল- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপযোগে সিলেটে হযরত শাহ জালাল (রা.)-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন।
পথিমধ্যে বাহুবল উপজেলার মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌছলে ঢাকা গামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ৩ নারী মারা যান। এ ঘটনায় একই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খান বলেন, ‘কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছেন। তারা সকলেই নারী। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে মেয়র পদে পাঁচ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থীদের মধ্যে চারজন দলীয় প্রতীকে এবং বাকি আটজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সিলেটে মেয়র পদে পাঁচ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিডেটের মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের ঘোষণা শুরু করেন।
এ সময় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির মেয়র পদে মনোয়নপত্র জমা দেওয়া পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ ও মো. ছালাহ উদ্দিন।
মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আবদুল মান্নান খান, জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহ জাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আগামী তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে।
মনোনয়নপত্র বাছাইকালে মেয়র ও কাউন্সিলর পদের একাধিক প্রার্থী এবং তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের ভোট। ২৩ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীদের নিজ এলাকার ৩০০ ভোটারের সই করা তালিকা জমা দিতে হয়। সেখান থেকে দৈবচয়ন ভিত্তিতে কয়েকজন ভোটারের তথ্য যাচাই-বাছাই করা হয়। এতে কোনো অসমাঞ্জস্যতা পাওয়া গেলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামছুনুর তালুকদারের ভোটার তথ্য যাচাই করে দুজন মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। এ ছাড়া একজন ভোটার বলেছেন, তিনি সই করেননি। এ জন্য তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মান্নান খানের ভোটার তথ্য যাচাই করতে গিয়ে একজন ভোটার বালাগঞ্জ উপজেলার এবং একজন ভোটার চট্টগ্রামের পাওয়া গেছে। চট্টগ্রামের ভোটার বলেছেন, তিনি সই করেননি।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আরেক স্বতন্ত্র প্রার্থী জাহিদ উদ্দিন চৌধুরীর ভোটার তথ্য যাচাই করতে গিয়ে একজনকে সিটি করপোরেশন এলাকার বাইরের পাওয়া গেছে। একজন বলেছেন যে তিনি সই করেননি। তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফার মনোনয়নপত্রে সম্পদের বিবরণী জমা দেননি। তাঁরা সর্বশেষ আয়কর দাখিলের বিবরণীর কপি জমা দেননি। এ জন্য তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে।
আজ মঙ্গলবার শেষ দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময় পর্যন্ত মেয়র পদে মোট ১১ জন ও কাউন্সিলর পদে মোট ৩৭৬ জন মনোয়ন ফরম দাখিল করেছেন।
এর আগে গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা। ২৭ দিনে মেয়র পদে মোট ১১ জন ও কাউন্সিলর পদে ৪৫৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন গণমাধ্যমকে জানান, আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন, এর মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী ৪ জন। তাদের মধ্যে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি) থেকে প্রার্থী হয়েছেন। নৌকার প্রার্থী মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেন। আর জাপা মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল আজ সোমবার দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে এবং প্রত্যাহারের শেষ সময় আগামী ১ জুন।
সিলেটের গোয়াইনঘাটে আমির মিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার বহুনির্বাচনী উত্তরপত্র পূরণের অভিযোগ উঠেছে। গত রোববার এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান তিন সদস্যের কমিটি গঠন করেন।
সিলেটে শিক্ষকের বিরুদ্ধে উত্তরপত্র পূরণের অভিযোগ
সোমবার (২২ মে) ঘটনাটি জানাজানির পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
কমিটির আহ্বায়ক গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং সদস্য হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অর্থনীতি/জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং রোববার অনুষ্ঠিত বিজ্ঞান/উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের এমসিকিউ ও এমআর উত্তরপত্র পূরণের অভিযোগ ওঠে। ওই শিক্ষক পরীক্ষা শেষ হওয়ার পর অনৈতিকভাবে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ওএমআর শিট পূরণ করছেন- এমন ভিডিও ফাঁস হয়ে গেছে। ভিডিওগুলো গোয়াইনঘাট উপজেলার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের।
ইউএনও তাহমিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা শেষে আমির মিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষককে দিয়ে পরীক্ষার্থীদের ওএমআর শিট পূরণ করানো হচ্ছে, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।
এদিকে ওই ভিডিওতে দেখা যায়, আমির মিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে বসে দুই ব্যক্তি ওএমআর শিট পূরণ করছেন। ওই কক্ষের বাইরে কয়েকজন শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেছে। এ সময় এক শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বরের কথা বলে এক শিক্ষকের খোঁজ করেন। ভিডিওর শেষপর্যায়ে আরেকটি কক্ষে অন্য দুই ব্যক্তিকে ওএমআর শিট ভরাট করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে জানতে আজ মঙ্গলবার সকালে আমির মিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষক এইচ এম মনিরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক কেন্দ্রের খাতা ঠিক সময়ে পৌঁছে দেওয়া হলেও আমির মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের খাতা দেরিতে ডাক অফিসে পৌঁছে দেওয়া হয়।
সন্দেহ হওয়ার পর গোপনে কে বা কারা কেন্দ্রে অবস্থান নিয়ে ভিডিও ধারণ করেন। ওইসব ভিডিও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্নজনের কাছে পৌঁছে দেওয়া হয়। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ পেলে এলাকায় তোলপাড় শুরু হয়।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
এ বিষয়ে আমির মিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ভিডিও ক্লিপ পাওয়ার পর রোববার রাতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাই। তাৎক্ষণিকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবে। তদন্ত প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের ওসমানীনগরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ মামলায় জয়নাল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের কথা বলে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন প্রেমিক জয়নাল।
এ ঘটনায় অন্তঃসত্ত্বা ওই তরুণী প্রেমিক জয়নালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে ওসমানীনগর থানা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক প্রেমিক জয়নালকে গ্রেফতার করে।
ধর্ষণের শিকার ওই তরুণী এখন দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। গ্রেফতার জয়নাল উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ মাস আগে ফেসবুকের মাধ্যমে জয়নালের সঙ্গে ওই তরুণীর প্রথম পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জয়নাল প্রায় সময় তরুণীর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে জয়নাল বিয়ের প্রস্তাব দিলে তরুণী রাজি হয়ে যান। তিনি ওই তরুণীকে নিয়ে সিলেট শহরে একটি আবাসিক হোটেলে ওঠেন। জয়নাল জানান, একরাত ওখানে থাকার পরের দিন তারা কোর্টে গিয়ে বিয়ে করবেন।
হোটেলে থাকা অবস্থায় গত ৪ ফেব্রুয়ারি রাতে জয়নাল তাকে ধর্ষণ করেন। পরের দিন জয়নাল কাজী অফিসে যাওয়ার বিষয়ে টালবাহানা শুরু করলে তরুণী বাধ্য হয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। পরবর্তী সময়ে জয়নাল প্রায়ই মেয়েটির বাসায় আসা-যাওয়া করতেন এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করতেন। এরই মধ্যে ওই তরুণী তার শারীরিক পরিবর্তন অনুভব করলে চিকিৎসককে দেখান। চিকিৎসক জানান, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি জয়নালকে জানালে তিনি গর্ভপাত করতে চাপ দেন। অন্যথায় বিয়ে করবেন না বলে জানান।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
নিরুপায় হয়ে ওই তরুণী গত ১৯ মে দুপুরে জয়নালের খাশিপাড়া গ্রামের বাড়িতে গিয়ে তার পিতা সিরাজ মিয়াকে বিষয়টি অবগত করেন ওই তরুণী। জয়নালের পিতা সিরাজ মিয়া তরুণীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বাড়ি হতে চলে যাওয়ার জন্য বলেন। এ বিষয়ে ভুক্তভোগী তরুণীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওসমানীনগর থানা পুলিশ অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ বরাবরই একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। দলের নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে সব সময়ই আগ্রহী। যারা অগণতান্ত্রিক দল তাদের নির্বাচনে আগ্রহ থাকে না।
আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী দল : নানক
শনিবার দুপুরে সিলেট মহানগরীর একটি হোটেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারের জন্য গঠিত পশ্চিমাঞ্চলীয় সেন্টার কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নানক আরও বলেন, ‘আমরা জানি ক্ষমতার পটপরিবর্তনের উত্তম উপায় হচ্ছে নির্বাচন। যারা অগণতান্ত্রিক তাদের নির্বাচনে আগ্রহ থাকে না। কেউ কেউ আত্মমর্যাদা হারানোর ভয়ে নির্বাচনে দাঁড়াতে চায় না। আবার কারো কারো ইচ্ছা থাকলেও তথাকথিত নেতাদের রক্তচক্ষুর ভয়ে সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বা বয়কট করে। এটাই হচ্ছে অগণতান্ত্রিক মানসিকতা।’
বিএনপিকে দেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের কোনো জনসমর্থন নেই। কেউ নির্বাচনে এলো কিনা তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। জনগণের মেন্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদলে বিশ্বাস করে।’
সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নানক আরও বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে শেখ হাসিনার নেতা-কর্মী হিসাবে গড়ে তুলতে হবে। কাউকে ‘মাই ম্যান’ হিসেবে তৈরি করা যাবে না। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’
সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানক আরও বলেন, ‘এবারের এই নির্বাচনে যেসকল নেতা-কর্মী ত্যাগ স্বীকার করবেন, কর্ম অনুযায়ী তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। আর যারা কাজ করবেন না বা দলের সিদ্ধান্তের বাইরে যাবেন তারা দয়া করে দল ছেড়ে দিবেন। অন্যথায় দল থেকে বের করে দেওয়া হবে।’
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। ইতোমধ্যে এ সংবাদ নগরবাসীর ঘরে-ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। সিলেট বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি। অবশ্যই এবারের সিটি করপোরেশন নির্বাচনেও সেই সত্যের প্রতিফলন ঘটবে।’
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
আসন্ন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সভায় বক্তৃতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জি এম.জেড কয়েছ গাজী, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, বিধান কুমার সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ প্রমুখ।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মহানগর ও জেলা আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং গঠিত সেন্টার কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিবগণ।
আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। দিবসটি উপলক্ষে সমাবেশ করবে চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা শ্রমিকেরা।
ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস
১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়। এসময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এরপর থেকে চা-শ্রমিকেরা ‘চা শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন এই দিবসটি।
এবছর চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানে সমাবেশ করবে লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা। শনিবার সকালে এই সমাবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চা শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের শ্রমিক নিপেন পাল।
চা শিল্প সংশ্লিষ্টরা জানান, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও চায়ের প্রচলন ছিল না। ১৮৫৪ সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সে সময় বৃহত্তর সিলেটে চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িষ্যা, বিহার, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়।
‘গাছ হিলেগা, রুপিয়া মিলেগা’ এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিং¯্র পশুর কবলে পড়ে কত শ্রমিকের জীবন গেছে তার কোনো হিসেব নেই। এছাড়া ব্রিটিশদের অত্যাচার তো ছিলই। তাদের অব্যাহত নির্যাতনের প্রতিবাদে তৎকালীন চা শ্রমিক নেতা পন্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পন্ডিত দেওসরণ ‘মুল্লুকে চল’ (দেশে চল) আন্দোলনের ডাক দেন।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
১৯২১ সালের ২০ মে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা সৈনিকরা গুলি চালিয়ে শত শত চা শ্রমিককে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়।
যারা পালিয়ে এসেছিলেন তাদেরকেও আন্দোলন করার অপরাধে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। চা শ্রমিকদেরকে পড়ানো হয় একটি বিশেষ ট্যাগ। পায়নি তারা ভূমির অধিকার। এরপর থেকেই প্রতি বছর ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে দিনটি পালন করছেন চা শ্রমিকরা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস এবং রাতে অপরিবর্তিত থাকতে পারে
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, ফরিদপুর, তাড়াশ, শ্রীমঙ্গল, সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, সীতাকুন্ড, চাঁদপুর, ডিমলা, রাজারহাট মাইজদীকোর্ট, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, ভোলাসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়েছে।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার ঈশ্বরদীতে সর্বনি¤œ ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
রাজশাহী, নঁওগা, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা ডিমলায় ১৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে । সরকারি কর্মকর্তা হয়েও প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ নোটিশ দেওয়া হয়।
সিকৃবির রেজিস্ট্রারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানের পক্ষে সভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেওয়ায় তাকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (১৪ মে) দেওয়া ওই নোটিশে নির্বাচন কমিশন সিলেট অফিসে হাজির হয়ে তাকে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।
এর আগে শনিবার (১৩ মে) নগরের একটি হোটেলের কনফারেন্স কক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন সিকৃবি’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। ওই অনুষ্ঠানে তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানের উপস্থিতিতে তার পক্ষে ভোট চান। ঘটনাটি জানতে পেরে নির্বাচন কমিশন তাকে শোকজ করে।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি ২২(১) অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।’
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি বা সরকারের সুবিধাভোগী ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। সিকৃবির রেজিস্ট্রার আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব জাগো নিউজকে বলেন, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আমি ওই সভায় উপস্থিত ছিলাম। তবে প্রতীক বরাদ্দের আগে ভোট চাইলে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় তা আমার জানা ছিল না।’
সিসিক নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই গণসংযোগ, সমাবেশ ও শোডাউন করছেন। পাশাপাশি দলীয় প্রতীকে তারা ভোট চেয়ে বক্তব্য দিচ্ছেন। সোমবারও (১৫ মে) আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে সমাবেশে বক্তব্য দিতে দেখা গেছে।
সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচারণা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। যারা এ ধরনের কার্যকলাপ করছেন নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
সিলেট জেলার খবর, সিলেট জেলার উপজেলা, সিলেট জেলার ইউনিয়ন, সিলেট জেলার ম্যাপ, সিলেট জেলার বিখ্যাত ব্যক্তি, সিলেট জেলা আকর্ষণীয় জায়গা, সিলেট জেলা কিসের জন্য বিখ্যাত, সিলেট জেলার আয়তন কত