সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে মেয়র পদে পাঁচ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থীদের মধ্যে চারজন দলীয় প্রতীকে এবং বাকি আটজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সিলেটে মেয়র পদে পাঁচ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিডেটের মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের ঘোষণা শুরু করেন।
এ সময় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির মেয়র পদে মনোয়নপত্র জমা দেওয়া পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ ও মো. ছালাহ উদ্দিন।
মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আবদুল মান্নান খান, জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহ জাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আগামী তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে।
মনোনয়নপত্র বাছাইকালে মেয়র ও কাউন্সিলর পদের একাধিক প্রার্থী এবং তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের ভোট। ২৩ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীদের নিজ এলাকার ৩০০ ভোটারের সই করা তালিকা জমা দিতে হয়। সেখান থেকে দৈবচয়ন ভিত্তিতে কয়েকজন ভোটারের তথ্য যাচাই-বাছাই করা হয়। এতে কোনো অসমাঞ্জস্যতা পাওয়া গেলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামছুনুর তালুকদারের ভোটার তথ্য যাচাই করে দুজন মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। এ ছাড়া একজন ভোটার বলেছেন, তিনি সই করেননি। এ জন্য তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মান্নান খানের ভোটার তথ্য যাচাই করতে গিয়ে একজন ভোটার বালাগঞ্জ উপজেলার এবং একজন ভোটার চট্টগ্রামের পাওয়া গেছে। চট্টগ্রামের ভোটার বলেছেন, তিনি সই করেননি।

আরেক স্বতন্ত্র প্রার্থী জাহিদ উদ্দিন চৌধুরীর ভোটার তথ্য যাচাই করতে গিয়ে একজনকে সিটি করপোরেশন এলাকার বাইরের পাওয়া গেছে। একজন বলেছেন যে তিনি সই করেননি। তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফার মনোনয়নপত্রে সম্পদের বিবরণী জমা দেননি। তাঁরা সর্বশেষ আয়কর দাখিলের বিবরণীর কপি জমা দেননি। এ জন্য তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আরও দেখুনঃ