আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী দল : নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ বরাবরই একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। দলের নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে সব সময়ই আগ্রহী। যারা অগণতান্ত্রিক দল তাদের নির্বাচনে আগ্রহ থাকে না।

 

আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী দল : নানক

 

আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী দল : নানক

শনিবার দুপুরে সিলেট মহানগরীর একটি হোটেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারের জন্য গঠিত পশ্চিমাঞ্চলীয় সেন্টার কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নানক আরও বলেন, ‘আমরা জানি ক্ষমতার পটপরিবর্তনের উত্তম উপায় হচ্ছে নির্বাচন। যারা অগণতান্ত্রিক তাদের নির্বাচনে আগ্রহ থাকে না। কেউ কেউ আত্মমর্যাদা হারানোর ভয়ে নির্বাচনে দাঁড়াতে চায় না। আবার কারো কারো ইচ্ছা থাকলেও তথাকথিত নেতাদের রক্তচক্ষুর ভয়ে সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বা বয়কট করে। এটাই হচ্ছে অগণতান্ত্রিক মানসিকতা।’

 

আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী দল : নানক

 

বিএনপিকে দেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের কোনো জনসমর্থন নেই। কেউ নির্বাচনে এলো কিনা তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। জনগণের মেন্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদলে বিশ্বাস করে।’

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নানক আরও বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে শেখ হাসিনার নেতা-কর্মী হিসাবে গড়ে তুলতে হবে। কাউকে ‘মাই ম্যান’ হিসেবে তৈরি করা যাবে না। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’

সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানক আরও বলেন, ‘এবারের এই নির্বাচনে যেসকল নেতা-কর্মী ত্যাগ স্বীকার করবেন, কর্ম অনুযায়ী তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। আর যারা কাজ করবেন না বা দলের সিদ্ধান্তের বাইরে যাবেন তারা দয়া করে দল ছেড়ে দিবেন। অন্যথায় দল থেকে বের করে দেওয়া হবে।’

 

আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী দল : নানক

 

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। ইতোমধ্যে এ সংবাদ নগরবাসীর ঘরে-ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। সিলেট বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি। অবশ্যই এবারের সিটি করপোরেশন নির্বাচনেও সেই সত্যের প্রতিফলন ঘটবে।’

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

আসন্ন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সভায় বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জি এম.জেড কয়েছ গাজী, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, বিধান কুমার সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ প্রমুখ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মহানগর ও জেলা আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং গঠিত সেন্টার কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিবগণ।

আরও দেখুনঃ

Leave a Comment